ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিললো শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
নিখোঁজের দুই দিন পর ডোবায় মিললো শিশুর মরদেহ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে রাহিম নামে ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রাহিম স্থানীয় বাসিন্দা সফিউল্লাহর ছেলে ও স্থানীয় নূরানী মাদসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় মায়ের কাছে টাকা চেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় শিশু রাহিম। এরপর আর সে বাড়ি ফেরেনি। তাকে না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। দুপুরে বাড়ির পাশের বাগানের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শিপন বড়ুয়া বলেন, মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।