ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা ঐতিহ্যবাহী লাঠি খেলা। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হয়েছে।  

জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা প্রদর্শন করে- বাংলাদেশ লাঠিয়াল বাহিনী, কুষ্টিয়া। খেলায় চর দখল, লাঠি নৃত্যসহ বিভিন্ন কসরত প্রদর্শন করা হয়।  

লাঠি খেলা উপভোগ করেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংয়কর কুমার কুণ্ডু, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকিউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাসানুজ্জামান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রাং, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসিন আলী, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, সহকারী কমিশনার রুহুল আমিন, চন্দন কর, আশরাফুল হক, আশিস মোমতাজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈফ জামান আনন্দসহ অন্যরা।  

লাঠি খেলা দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। গ্রাম-বাংলার ঐতিহ্য এ লাঠি খেলা দেখে উৎফুল্ল দর্শকরা হাত তালি দিয়ে অভিনন্দন জানান।  

বাংলাদেশ লাঠি বাহিনীর সমন্বয়ক সাবির হাসান চৌধুরী বাংলানিউজকে বলেন, ১৯৩৩ সালে মরহুম সিরাজুল ইসলামের হাত ধরে এ লাঠিয়াল বাহিনী পথচলা শুরু করে। বর্তমানে এ লাঠিয়াল বাহিনীতে ১ হাজার ৫০০ জন সদস্য রয়েছে। জাতীয় পুরস্কার, প্রথম আলো পুরস্কারসহ অনেক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। সারাদেশব্যাপী এ বাহিনী প্রোগ্রাম করে থাকে বলে জানান সমন্বয়ক সাবির হাসান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।