ঢাকা: একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হবে আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল)। চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে অধিবেশন কাভার করতেও সংসদে ঢুকতে পারবেন না সাংবাদিকরা।
অধিবেশন চলার সময় ছাড়া অন্য যেকোনো সময় সেখানে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। করোনা পরিস্থিতির কারণেই সাংবাদিকদের সংসদ ভবনে প্রবেশ পাস দেওয়া হচ্ছে না।
রোববার (২৮ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১ এপ্রিল সকাল ১১ টায় একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হবে। কিন্তু করোনা মহামারির এ বিশেষ পরিস্থিতিতে শারীরিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বাদশ অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।
এ অবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ করছি।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসকে/ওএইচ/