ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে আ.লীগের অফিসে হেফাজতের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
কিশোরগঞ্জে আ.লীগের অফিসে হেফাজতের হামলা কিশোরগঞ্জে আ.লীগের অফিসে হেফাজতের হামলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হেফাজত নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়েছে।

রোববার (২৮ মার্চ) দুপুরে জেলা শহরের স্টেশন রোডের জেলা আওয়ামী লীগ অফিসে এ হামলার ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা অফিসের চেয়ার ও টেবিলসহ দরজা-জানালা ভাঙচুর করেছে। এছাড়াও অফিসে টানানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি নামিয়ে আগুনে পুড়িয়েছে তারা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, এ ঘটনায় বিকেলে দলের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।  

এদিকে পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৭/৮ জন হেফাজত কর্মী আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।