ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে কাগজ দিয়ে বৃহৎ মানচিত্র তৈরি করলো শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
বকশীগঞ্জে কাগজ দিয়ে বৃহৎ মানচিত্র তৈরি করলো শিক্ষার্থীরা কাগজের তৈরি মানচিত্র। ছবি: বাংলানিউজ

জামালপুর: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৪০ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থ মানচিত্র তৈরি করেছে জামালপুরের বকশীগঞ্জ সানরাইজ স্কুলের শিক্ষার্থীরা।

রোববার (২৮ মার্চ) দুপুরে বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ১১ জন ছাত্রের চেষ্টায় এক মাসের পরিশ্রমে তৈরি এই মানচিত্রটি প্রদর্শিত হয়।

সানরাইজ স্কুলের ছাত্র ইসতিয়াক হোসেন, শহিদুল ইসলাম জয়, তৌহিদুল ইসলাম তন্ময়, আওয়াধান আজাদ, আবীরুন নবী, পলাশ, সাদিকুল ইসলাম, তাহামিদ, ফারহান শিশির উৎস সাহা এ মানচিত্র তৈরিতে অংশ নেয়।

তারা জানায়, এই মানচিত্রটি তৈরি করতে দুই হাজার পিস ‘এ৪’ সাইজের কাগজের প্রয়োজন হয়েছে। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এসব টাকা একত্রিত করে এই মানচিত্রের উপকরণ কেনা হয়েছে। দেশের প্রতি মমত্ববোধই এই মানচিত্র তৈরিতে প্রেরণা জুগিয়েছে।

এদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা এই মানচিত্র তৈরির খবর শোনার সঙ্গে সঙ্গেই স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাশকে সঙ্গে নিয়ে দেখতে এসে অভিভূত হন।

এসময় প্রতিক্রিয়ায় তিনি বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা যেভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করেছে তা সত্যিই প্রসংশনীয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।