ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের ভূখণ্ড পেতাম না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের ভূখণ্ড পেতাম না’

যশোর: বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে। যার জন্ম না হলে আজ বাংলাদেশ নামে একটি ভূখণ্ড পেতাম না বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

 

রোববার (২৮ মার্চ) বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলার আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, জাতির পিতার যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচয় লাভ করেছে। খাদ্য, স্বাস্থ্য, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে আমরা প্রভূত অগ্রগতি করতে সক্ষম হয়েছি।

দেশবাসীকে স্বাধীনতাবিরোধী কুচক্রীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা দেশকে অস্থিতিশীল করছে তারা বাংলাদেশের স্বাধীনতা মানে না। ঘাপটি মেরে থাকা একটি চক্র এখন দেশে অরাজকতা সৃষ্টি করছে, মানুষ হত্যা করছে। তারা উন্নয়ন চায় না, দেশকে পেছনে নিয়ে যেতে চায়।

প্রেসক্লাব যশোরের অডিটরিয়ামে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আয়োজিত আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মুনির।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী নাবিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিক কমিউনিটির প্রতি দারুণ সহানুভূতিশীল। অনেক সাংবাদিকের সঙ্গে তার ভাই-বোনের সম্পর্ক। সাংবাদিকদের মানোন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে তিনি অনেক পদক্ষেপ নিয়েছেন।

কাজী নাবিল আহমেদ নিজেকে যশোরের সংসদ সদস্য হিসেবে নয়, সাংবাদিকদের একজন হিসেবে পরিচয় দিয়ে বলেন, আপনারা দিন নেই, রাত নেই, সংসার নেই, এমন অবস্থায় কাজ করেন। আপনাদের যেকোনো আহ্বানে সাড়া দিতে আমার বিন্দুমাত্র ক্লান্তি নেই।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর ইমাম বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।