ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরার মহম্মদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
মাগুরার মহম্মদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ প্রতীকী ছবি

মাগুরা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুরে দু’পক্ষের সংঘর্ষের জালাল মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।

রোবাবার (২৮ মার্চ) বিকেলে বাবুখালী ইউনিয়নের চালমিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।   নিহত জালাল ওই গ্রামের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  
 
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কালাম মোল্লা ও আকবর শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। উভয়পক্ষের মধ্যে মামলাও রয়েছে। গত চার-পাঁচ দিন ধরে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এরই জেরে রোববার কালামের পক্ষের জালালকে পিটিয়ে গুরুতর আহত করে আকবরের লোকজন। জালালকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থায় অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে জালালের মৃত্যু হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ছয় জনকে মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষ নিয়ে কালাম পক্ষের আকিদুল মোল্যা বাংলানিউজকে বলেন, সংঘর্ষের একপর্যায়ে জালালকে একা পেয়ে পিটিয়ে হত্যা করে আকবরের পক্ষের লোকজন। সংঘর্ষে আমাদের পক্ষের সাতজন আহত হয়েছেন।  

জালালকে পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করে আকবর পক্ষের হানিফ বাংলানিউজকে বলেন, প্রতিপক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে আমাদের বাড়ির সামনে এসে হুমকি দিচ্ছিলেন। এ সময় আমাদের লোকজন তাদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষস্থল থেকে একটু দূরে জালালকে কারা মেরেছে তা বলতে পারছি না। সংঘর্ষে আমাদের পক্ষের পাঁচজন আহত হয়েছেন।  

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বাংলানিউজকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা আছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।