ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চার হাজার কেজি চা পাতাসহ তরুণ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
চার হাজার কেজি চা পাতাসহ তরুণ আটক জব্দ চা পাতা ও আটক ব্যক্তি

হবিগঞ্জ: ভারত থেকে চোরাই পথে হবিগঞ্জে আনা ৪ হাজার ৪৫০ কেজি চা পাতাসহ সুমন কর্মকার (২৪) নামে এক তরুণকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চা পাতাসহ তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।


 
রোববার (২৮ মার্চ) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। তিনি উপজেলার বেগম খাঁন চা বাগানের মন্টু কর্মকারের ছেলে।
 
রোববার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার ওবাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চা পাতাগুলো ভারত থেকে চোরাই পথে দেশে আনা হয়েছে। বস্তায় ভরে দুইটি পিকআপ ভ্যানে নিয়ে এগুলো পাচার করা হচ্ছিল। র‌্যাব দেওরগাছ এলাকায় ইট ভাটার সামনে থেকে চা পাতাসহ সুমনকে আটক করেছে।
 
অভিযানে নেতৃত্ব দিয়েছেন র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম ও ক্যাম্পটির কোম্পানি কমান্ডার বসু দত্ত চাকমা। এ বিষয়ে মামলা হয়েছে এবং চা পাতাসহ সুমনকে মাধবপুর থানায় হস্তান্ত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।