কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
রোববার (২৮মার্চ) নির্দিষ্ট সময়ের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটি।
প্রতিবেদনে ভবিষ্যতে রোহিঙ্গা শিবিরে আগুন নির্বাপণ ও নিয়ন্ত্রণে আনার বিষয় বেশকিছু সুপারিশ করেছে কমিটি।
তদন্ত কমিটির প্রধান ও কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে অগ্নিকাণ্ডরোধে বেশকিছু সুপারিশ করা হয়েছে।
গত ২২ মার্চ বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এ এলাকার চারটি শিবিরের অন্তত ১০ হাজার রোহিঙ্গা বসতি ও বিভিন্ন স্থাপনা পুড়ে ছাঁই হয়ে যায়। এতে গৃহহীন হয়ে পড়েছেন অন্তত ৪৫ হাজার রোহিঙ্গা। এ ঘটনায় সরকার এ পর্যন্ত ১১ জনের মৃত্যু নিশ্চিত করেছে।
এ ঘটনার পরদিন ২৩ মার্চ কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতকে প্রধান করে সাত সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়। এবং কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে সাড়ে আট লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এ নিয়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের ৩৪ টি রোহিঙ্গা শিবিরের বসবাস করছে। তাদের মধ্য থেকে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসবি/ওএইচ/