সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের একটি ইটভাটার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি ইটভাটার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থেকে মস্তক বিচ্ছিন্ন ছিল। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই তাকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এনইউ/ওএইচ/