ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে আ.লীগের কার্যালয়ে হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
কিশোরগঞ্জে আ.লীগের কার্যালয়ে হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ কিশোরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হেফাজতের হামলা-ভাঙচুর। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয়ে হেফাজতের হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ মার্চ) বিকেলে কার্যালয়টির সামনে এ সমাবেশের আযোজন করে জেলা আওয়ামী লীগ।

এদিন দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার কামাল, অধ্যক্ষ শরীফ সাদী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন সুমন মোল্লা প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও দলীয় নেতা-কর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে হামলাকারী হেফাজত নেতা-কর্মীদের চিহ্নিত করে মহল্লায়-মহল্লায়, ইউনিয়নে-ইউনিয়নে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সমাবেশ থেকে সোমবার (২৯ মার্চ) বিকেলে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

* কিশোরগঞ্জে আ.লীগের অফিসে হেফাজতের হামলা

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।