ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কোভিড-১৯ জনস্বাস্থ্য নিয়ে ১ম জাতীয় কংগ্রেস ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
কোভিড-১৯ জনস্বাস্থ্য নিয়ে ১ম জাতীয় কংগ্রেস ঢাকায়

ঢাকা: কোভিড-১৯ ও জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় রোগতত্ত্ব এবং জনস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে ঢাকায় প্রথম জাতীয় কংগ্রেসের আয়োজন করা হয়েছে। ৩১ মার্চ ও ১ এপ্রিল বাংলাদেশের ঢাকায় দু’দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং বাংলাদেশ এপিডিমিওলোজি অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করছে।  

এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এই কংগ্রেসে অংশ নেবেন। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারি চলাকালে বাংলাদেশ ও বিশ্বের মানুষের জীবন বাঁচাতে, তাদের সুস্থ রাখতে ‘ফিল্ড এপিডিমিওলোজি’ এবং জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে। পরবর্তীসময়ে এই কংগ্রেস দ্বিবার্ষিকভাবে নিয়মিত আয়োজনের কথা ভাবা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এএইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) প্রফেসর ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা, আইইডিসিআর-এর পরিচালক প্রফেসর ডা. তাহমিনা শিরিন, জর্জিয়ার আটলান্টার সিডিসি সদর দপ্তর থেকে ড. অ্যালডেন হ্যান্ডারসন, ড. বাসাম জারার ও ড. কার্ল রেড্ডি এবং সিডিসি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মাইকেল এস. ফ্রিডম্যান।

দু’দিনব্যাপী সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ সশরীরে ও অনলাইনের মাধ্যমে ভার্চ্যুয়ালি। এই কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের রোগতত্ত্ববিদ, তরুণ গবেষক, জনস্বাস্থ্য পেশাজীবী, কমিউনিটি মেডিসিনের শিক্ষকরা জনস্বাস্থ্য বিষয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।  

সম্মেলনের লক্ষ্য হলো কোভিড-১৯ ও অন্য রোগ যেমন ডিপথেরিয়া, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, হেপাটাইটিস ইত্যাদি রোগের প্রাদুর্ভাব এবং পরিবেশগত স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, হৃদরোগ, টক্সিকোলজি বা বিষবিজ্ঞানসহ ক্রমবর্ধমান স্বাস্থ্য চ্যালেঞ্জগুলো সম্পর্কে বাংলাদেশের বৈজ্ঞানিক পাঠগুলো এবারের কংগ্রেসে এবং প্রতি দুই বছর অন্তর আয়োজিত কংগ্রেসের মাধ্যমে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও মতবিনিময় করা।

সম্মেলনের উপস্থাপক ও নির্বাচিত বিশেষভাবে আমন্ত্রিত অতিথি ঢাকার সম্মেলনস্থলে সশরীরে উপস্থিত থাকবেন। নিবন্ধিত বাকি সব অতিথি অনলাইনে ভার্চ্যুয়ালি সম্মেলনে সংযুক্ত হবেন। ভার্চ্যুয়াল উপস্থিতির (ইউটিউব কিংবা ফেসবুক লাইভ) জন্য কোনো মূল্য দিতে হবে না এবং জনস্বাস্থ্যখাতে নিয়োজিত স্বাস্থ্য পেশাজীবী কিংবা বাংলাদেশে রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা ও চর্চাগুলো সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন।

সরকারি সংস্থা, যেমন আর্মি মেডিক্যাল, প্রাণিসম্পদ অধিদপ্তর, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশনগুলো, দেশব্যাপী মেডিক্যাল কলেজগুলোর কমিউনিটি মেডিসিন বিভাগ, এনজিও, বেসরকারি চিকিত্সক, জাতিসংঘের সংস্থাহ এবং বিভিন্ন দাতা সম্প্রদায়ের সদস্যরা এই কংগ্রেসে অংশ নেবেন।

কংগ্রেস সম্পর্কে আরো তথ্য জানতে কিংবা বিনা খরচে কংগ্রেসে অংশগ্রহণের জন্য নিচের লিঙ্কে নিবন্ধন করা যাবে।

https://fetpbangladesh.org/about-us/

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।