নাটোর: নাটোরের গুরুদাসপুরে মো. বাবলু সাকিদার (৭০) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব নওপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে বৃদ্ধ বাবলু সাকিদার নওপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে হত্যা করে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি সোমবার (২৯ মার্চ) সকালে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওসি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কিংবা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমজেএফ