ঢাকা: রাজধানীর গুলশান লেক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ মার্চ) বিকেলে গুলশান থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে গুলশানের ১২১ ও ১২৩ নম্বর রোডের মাঝামাঝি লেকের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল শুধু একটি জিন্স প্যান্ট। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি জানান, মরদেহটি অনেকটা ফুলে গেছে। ধারণা করা হচ্ছে তিন চারদিন ধরে পানিতে পড়ে ছিল। শরীরে কোনো আঘাত আছে কিনা তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এজেডএস/এমজেএফ