ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মিনিটে আড়াই কিলোমিটার বেগে উড়ল সেলিমের কবুতর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
মিনিটে আড়াই কিলোমিটার বেগে উড়ল সেলিমের কবুতর

বরগুনা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের সুপারিশপ্রাপ্ত হওয়া উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কবুতর রেসিং হয়েছে।  

রোববার (২৮ মার্চ) পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমতলী পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বের এ কবুতর রেসিং হয়।

এতে আমতলী কবুতর ক্লাব সভাপতি মো. গাজী সেলিমের কবুতর প্রথম হয়। কবুতরটি মিনিটে প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে।
 
রোববার সকালে কুয়াকাটা থেকে ২০ জোড়া কবুতর ছাড়া হয়। চিহিৃত করতে কবুতরের পাখায় কবুতর ক্লাবের সিল দেয়া হয়। ২০ জোড়া কবুতরের মধ্যে গাজী সেলিমের কবুতর ১৪ মিনিট ৩০ সেকেন্ডে প্রথম, আলমগীর মৃধার কবুতর ১৫ মিনিটে ৫৫ সেকেন্ডে দ্বিতীয় এবং এনায়েত হোসেন কবুতর ১৬ মিনিটে ৫৫ সেকেন্ডে আমতলীতে এসে তৃতীয় হয়। এ কবুতর রেসিংয়ের বিচারক ছিলেন আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক।  

তিনি বলেন, সিল দেওয়া ২০ জোড়া কবুতর কুয়াকাটা থেকে ছাড়া হয়। ওই ৩০ জোড়ার মধ্যে সেলিমের কবুতর প্রথম, আলমগীর মৃধার কবুতর দ্বিতীয় এবং এনায়েত করিমের কবুতর তৃতীয় হয়েছে।  

ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তিত হওয়ার সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমতলীতে কবুতর প্রতিযোগিতার আয়োজন করা হয়। মনোমুগ্ধকর এ আয়োজন এবারই প্রথম আমতলীতে অনুষ্ঠিত হলো।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।