রাজশাহী: পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতর থেকে মহানগরবাসীর উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ মার্চ) আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে জানান, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে আজ ২৯ এপ্রিল দিনগত রাতে মহানগরীতে সব অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, পটকা, আতশবাজিসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন, ফুটানো নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, আরএমপি অধ্যাদেশ-১৯৯২ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে শবে বরাতের পবিত্রতা রক্ষায় আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এ নির্দেশনা জারি করেছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসএস/ওএইচ/