সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বালু ভর্তি ব্যাটারি চালিত একটি অটোভ্যান উল্টে এর চালক জহুরুল ইসলাম (২৩) নিহত হয়েছেন।
রোববার (২৮ মার্চ) গভীর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের অটোভ্যানে বালু নিয়ে বাড়ি ফিরছিলেন জহুরুল। পথে কয়েলগাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ওই ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জহুরুল। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান জহুরুল।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসআই