ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জে পুলিশ অ্যাসল্ট মামলায় আসামি ৪ শতাধিক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আজমিরীগঞ্জে পুলিশ অ্যাসল্ট মামলায় আসামি ৪ শতাধিক  

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের দু’টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় চার শতাধিক মানুষকে আসামি করা হয়েছে।


 
সোমবার (২৯ মার্চ) আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে মামলার কোনো আসামিকে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
 
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশ অ্যাসল্ট মামলায় ২৩-২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। কোনো নিরপরাধ মানুষ যেন মামলায় হয়রানি না হয়, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
 
হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে রোববার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রায় এক হাজার নেতাকর্মী হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের ঝিংড়ী এলাকায় পিকেটিং করতে আসেন। তারা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এসময় আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ওসিসহ ১০ পুলিশ সদস্য এবং হেফাজতে ইসলামের কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় হেফাজতের কর্মীরা আজমিরীগঞ্জ থানা পুলিশের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এসময় ওসির ব্যবহৃত পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।
 
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।