বরিশাল: ছেলের সঙ্গে অভিমান করে রুমা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
রোববার (২৮ মার্চ) রাতে বরিশাল নগরের পলাশপুরের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বাংলানিউজকে জানান, মারা যাওয়া নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আজিমুল করিম।
এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি জানান, সংসার চালানোর জন্য একটি সমিতি থেকে ঋণ নেন রুমা। ঋণের কিস্তি পরিশোধের টাকা নিয়ে গত দুই দিন আগে এক ছেলের সঙ্গে রুমার বাগ-বিতণ্ডা হয়। বাগ বিতণ্ডার পর তার ওই ছেলে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এতে অভিমান করে রোববার (২৮ মার্চ) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুম। তবে কোন ছেলের সঙ্গে বাগ বিতণ্ডা হয়েছে বা তার নাম জানাতে পারেনি কাউন্সিলর রনি।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমএস/আরআইএস