ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে: ডিআইজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে: ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নেতাকর্মী ও মাদরাসাছাত্রদের চালানো তাণ্ডবের ঘটনাগুলোতে করা প্রতিটি মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।

শুক্র, শনি ও রবিবার (২৮ মার্চ)-তিনদিন ধরে চালানো এ তাণ্ডবে আগুনে পুড়িয়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় পরিদর্শন করার সময় তিনি এ কথা জানান।

 

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখানে ২০টিরও স্পটে হামলা হয়েছে। সবগুলো ঘটনাতেই মামলা করা হচ্ছে। সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম ডাকা হয়েছে। তারা প্রতিটি ঘটনাস্থল ঘুরে আলামত সংগ্রহ করবে। প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে।

গত ২৮ মার্চের প্রশাসনের নিরব ভূমিকার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় পুলিশ নীরব ছিল না, সাধ্যমতো পুলিশ চেষ্টা করেছে। যতটুকু পেরেছে পুলিশ করেছে। বাইরে থেকে অতিরিক্ত পুলিশ এনে সাপোর্ট দেওয়া হয়েছে।  

এ সময় ডিআইজির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।