পাবনা: পাবনায় ইছামতি নদী পাড়ের বসতি উচ্ছেদের প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করছে উচ্ছেদ তালিকায় থাকা বৈধ বসতি দাবিদাররা।
সোমবার (২৯ মার্চ) সকার ১০টা থেকে শহরের আব্দুর হামিদ সড়কের এ আর শপিং কমপ্লেক্সের সামনে এই আমরণ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
পাবনা পৌর এলাকার মধ্যদিয়ে বয়েচলা শতবর্ষের ঐতিহ্যবাহী ইছামতি নদী দীর্ঘদিন পর খনন হতে যাচ্ছে। চলতি বছরের প্রথম দিকে প্রাথমিক উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সীমানা নির্ধারণ ও আদালতে মামলা পক্রিয়াধীন থাকার কারণে বন্ধ রাখা হয় নদী খনন কাজ। সম্প্রতি সরকারের নদী রক্ষা কার্যক্রমের অংশ হিসাবে আর পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাবনা পানি উন্নয়বোর্ড, জেলা প্রশাসন ও পাবনা পৌরসভার সমন্বয়ে এই নদী খনন কাজ আবারও শুরু করতে যাচ্ছে।
কিন্তু নদীর দুই পাড়ের শতবর্ষ ধরে বৈধ ভাবে সরকারের খাজনা খারিজ দিয়ে বসবাসকৃত কয়েক হাজার বসতি আজ উচ্ছেদ হুমকির মুখে। তাদের দাবি চার পুরুষের বৈধ বসতিদের কাগজ পত্র দেখে এই উচ্ছেদ কার্যক্রম করা হোক। আর যদি নদীর খনন করার জন্য জায়গা প্রয়োজন হয় তাহলে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে।
তাদের দাবি, চারটি বৈধ রেকর্ডধারীদের অবৈধ বলে কোনো প্রকারের আলোচনা না করে জোড় পূর্বক সিমানা নির্ধারণ করে উচ্ছেদ করার প্রক্রিয়া করেছে। এই বিষয়ে হাইকোর্টে এখনো মামলা চলমান। বিচারক যেখানে কোনো সমাধান দেননি সেখানে তারা আইন অমান্য করে এই উচ্ছেদ কার্যক্রম করতে।
আগামী ৩১ মার্চ থেকে অবারও পাবনা ইছামতি নদী খনন কাজ শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে অনেকেই নিজ উদ্যোগে বসবাড়ি সরিয়ে নিতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৯ মার্চ ২০২১
কেএআর