জয়পুরহাট: মানবাধিকার সংরক্ষণ পরিষদ জয়পুরহাট শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সভাপতি মাহবুব আলম মিলন ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে সরদার আনোয়ার হোসেন দিপু নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ মার্চ) জেলা শহরের খঞ্জনপুর এলাকায় এনডিসি কার্যালয়ে সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
মোট ৩১ জন ভোটারের মধ্যে ২৮ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম। এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসআরএস