ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ামতপুর থানায় লাশবাহী গাড়ি হস্তান্তর করলেন খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
নিয়ামতপুর থানায় লাশবাহী গাড়ি হস্তান্তর করলেন খাদ্যমন্ত্রী গাড়ির চাবি হস্তান্তর করছেন খাদ্যমন্ত্রী। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর থানায় লাশবাহী গাড়ির চাবি হস্তান্তর করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের কাছে তিনি এ চাবি হস্তান্তর করেন।

গাড়িটির অর্থায়ন করেছে উপজেলা পরিষদ।  

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

পরে মন্ত্রী চিমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান এবং তার সার্বিক খোঁজ খবর নেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।