নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর থানায় লাশবাহী গাড়ির চাবি হস্তান্তর করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের কাছে তিনি এ চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
পরে মন্ত্রী চিমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান এবং তার সার্বিক খোঁজ খবর নেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরএ