ঢাকা: রাজধানীর উত্তরায় ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়ে ক্যাসিনোর সরঞ্জমাদি, মাদক ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত অন্তত ৩১ জনকে আটক করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। যার মধ্যে ২৬ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছে।
রোববার (২৮ মার্চ) রাত থেকে সোমবার (২৯ মার্চ) ভোর পর্যন্ত উত্তরার ১০ নম্বর সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২৩/২৪ নম্বর রোড সংলগ্ন রিভার ওয়েভ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
র্যাব জানায়, উত্তরায় অবস্থিত রিভার ওয়েভ হোটেলের মালিক শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাজেদ খান। এই হোটেল থেকে অবৈধ ক্যাসিনো কারবার, মাদক সেবন ও দেহ ব্যবসা চলতো। হোটেলের ৮ তলায় অবৈধ ক্যাসিনো কারবার চলতো।
সোমবার (২৯ মার্চ) দুপুরে র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে কয়েকজন নারীসহ ৩১ জনকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, আবাসিক হোটেলের মালিক মাজেদ মিয়া। ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তার ছেলে ইমন পালিয়ে যায়। তবে মালিক মাজেদের খালাতো ভাই ও হোটেলের সিইওকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসজেএ/এইচএডি/