ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশ থেকে ফিরলেই ফের ১৪ দিনের কোয়ারেন্টিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
বিদেশ থেকে ফিরলেই ফের ১৪ দিনের কোয়ারেন্টিন

ঢাকা: করোনা সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের এ ১৮ দফা নির্দেশনা সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তা দুই সপ্তাহ বলবৎ থাকবে।

 

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে বিদেশ থেকে যে কেউ ফিরলেই তাকে ১৮ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

করোনা সংক্রমণ বাড়লে এর আগে কয়েক দফায় বিভিন্ন মেয়াদে বিদেশফেরতদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছিল সরকার। কখনো ১৪ দিন, কখনো ১০ দিন, কখনো ৭ দিন আবার কখনো ৮ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে নির্দেশনা ছিল।

করোনা সংক্রমণের প্রথম দিকের মতো আবার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে কড়া নির্দেশনা দিয়েছে সরকার।  

**জনসমাগম নিষিদ্ধ, বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী নয়
**করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনা
**
কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।