ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
বগুড়া পৌরসভার নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

বগুড়া: বগুড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র হিসেবে রেজাউল করিম বাদশা দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে সদ্য বিদায়ী মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমানের কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন নতুন মেয়র।

এ সময় ২১টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সাতটি সংরক্ষিত নারী কাউন্সিলররাও দায়িত্ব বুঝে নিয়েছেন।

বগুড়া পৌরসভার সাধারণ ২১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন তারা হলেন- এক নম্বর ওয়ার্ডের শাহ মেহেদী হাসান হিমু, দুই নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বিটু, তিন নম্বর ওয়ার্ডে তরুণ কুমার চক্রবর্তী, চার নম্বর ওয়ার্ডে আব্দুল মতিন সরকার, পাঁচ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম ডাবলু, ছয় নম্বর ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস, সাত নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী হিরু, আট নম্বর ওয়ার্ডে এরশাদুল বারী এরশাদ, নয় নম্বর ওয়ার্ডে আলহাজ্ব শেখ, ১০ নম্বর ওয়ার্ডে আরিফুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডে সিপার আল বখতিয়ার, ১২ নম্বর ওয়ার্ডে এনামুল হক সুমন, ১৩ নম্বর ওয়ার্ডে আল মামুন, ১৪ নম্বর ওয়ার্ডে এম আর ইসলাম রফিক, ১৫ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ১৬ নম্বর ওয়ার্ডে আমিন আল মেহেদী, ১৭ নম্বর ওয়ার্ডে ইকবাল হোসেন রাজু, ১৮ নম্বর ওয়ার্ডে রাজু হোসেন পাইকাড়,  ১৯ নম্বর ওয়ার্ডে লুৎফর রহমান মিন্টু, ২০ নম্বর ওয়ার্ডে রোস্তম আলী এবং ২১ নম্বর ওয়ার্ডে রুহুল কুদ্দুস ডিলু।

এছাড়া পৌরসভার সাধারণ সাতটি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে যারা দায়িত্ব গ্রহণ করলেন তারা হলেন- ১, ২, ও ৩ নম্বর ওয়ার্ডে জোবাইদা বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ফারুক সাখিনা শিখা, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে হোসনে আরা হাসি, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে শাহীনুর শানু, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে শিরিন আক্তার, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে মুক্তি বেগম এবং ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে  মঞ্জুয়ারা খাতুন।  

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভার ভোট ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।