টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নলুয়া ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় ভূঞাপুর থানার ওসি আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
রোববার (২৮ মার্চ) রাতে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক বাদী হয়ে ভূঞাপুর থানায় ৭২ জনের নামসহ অজ্ঞাত আরো ৪/৫ হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা করেছেন।
এর আগে শুক্রবার (২৮ মার্চ) ভূঞাপুর উপজেলার নিকরাইল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই গ্রামবাসীসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাবসহ কয়েকজন আহত হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন বাংলানিউজকে জানান, অভিযান অব্যাহত থাকলেও এলাকায় লোকজন না থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরএ