ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বানারীপাড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
বানারীপাড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম বানারীপাড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) মো. সোহেল হোসেনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (২৯ মার্চ) ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

এর আগে রোববার (২৮ মার্চ) বিকেলে বানারীপাড়া উপজেলার বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতের বোন নাজনীন জাহান পলি জানান, বাইশারী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণার লক্ষ্যে ৫ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার ভাই ইউপি সদস্য মো. সোহেল হোসেনও সেখানে ছিলেন। সেখান থেকে কয়েকজনকে নিয়ে চা পান করার জন্য বাংলাবাজারে যান। চা পান শেষে ফেরার পথে প্রতিপক্ষ সাইদুল সিকদার ও তার ভাই সুমন সিদ্দিকিসহ কয়েকজন মিলে আকস্মিক তাদের ওপর হামলা চালান এবং সোহলকে কুপিয়ে জখম করেন।

তিনি জানান, হামলায় সোহেলের বাম হাতের কবজির নিচের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। তাকে ঘটনার পর উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

স্বজনদের দাবি, বাইশারী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীর ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য সচিব করা হয়েছে সোহেল হোসেনকে। এ নিয়ে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়েছেন।  

এদিকে এ ঘটনার পর আহতের বাবা মোশারেফ হোসেন থানায় লিখিত অভিযোগ নিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে জানতে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে পূর্ব থেকেই পারিবারিকভাবে উভয় পরিবারের মধ্যে শত্রুতা রয়েছে। আগে থেকেই বেশকিছু মামলাও রয়েছে উভয় পক্ষের মধ্যে। তবে সর্বশেষ হামলার ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।