বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় আব্দুল বারিক (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল দক্ষিণ বাগিনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল বারিক আশেকপুর ইউনিয়নের সাবরুল দক্ষিণ বাগিনাপাড়া গ্রামের মৃত আব্বাস আলী ফকিরের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ মার্চ) বিকেলে দুই পরিবারের আলোচনার মাধ্যমে স্ত্রীর সঙ্গে আব্দুল বারিকের বিচ্ছেদ হয়। পরে তার স্ত্রী বিকেলেই বাবার বাড়ি চলে যান। রাতে আব্দুল বারিক তার নিজ ঘরে ঘুমাতে যান। সকালে অনেক ডাকাডাকি করেও আব্দুল বারিকের কোনো সাড়া পাচ্ছিল না তার স্বজনরা। পরে সন্দেহ হলে দুপুরের দিকে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এলাকাবাসীর ধারণা স্ত্রী চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করতে পারেন আব্দুল বারিক।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আব্দুল বারিকের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
কেইউএ/ওএইচ/