ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার খিলপাড়া নতুন জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শফিকুল কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।  

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামতের জন্য ওই এলাকায় বিদ্যুতের একটি খুঁটিতে ওঠেন শফিকুলসহ আরেকজন। মেরামত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দু’জনই। এতে মৃত অবস্থায় খুঁটির সঙ্গে ঝুলে থাকেন শফিকুল। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আরেক বিদ্যুৎকর্মীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।