ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সোনালী ব্যাংকের অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সোনালী ব্যাংকের অর্থ সহায়তা

মাগুরা: করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড মাগুরা শাখা।

সোনালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় 
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুরের ইউনিয়নের কর্মহীন দুস্থ ৩২৫ জনকে দুই হাজার টাকা করে মোট ছয় লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।

 

গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে এ টাকা তুলে দেন।  

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা সোনালী ব্যাংকের এ জিএম রশিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. বাতেন। একই অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ জন অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।    

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।