ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজ, প্রতারক চক্রের টাকা আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
কিশোরগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজ, প্রতারক চক্রের টাকা আদায়

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সিয়াম মিয়া (১৩) নামে এক মাদরাসাছাত্র গত ছয়দিন ধরে নিখোঁজ রয়েছে। প্রতারক চক্র সিয়ামকে ফেরত দেওয়ার কথা বলে পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

শনিবার (০২ অক্টোবর) দুপুরে নিখোঁজ সিয়ামের বাবা মো. আলফাজ মিয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

সিয়াম মিয়া (১৩) কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা গ্রামের মো. আলফাজ মিয়ার ছেলে। সে জেলার হোসেনপুর উপজেলার ধূলজুরি এলাকার রওজাতুল উলুম মাদরাসা ও এতিমখানার নাজেরা বিভাগের হাফেজের আবাসিক ছাত্র।

পুলিশ ও নিখোঁজ সিয়ামের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর (রোববার) দুপুর ১২টার পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধূলজুরি এলাকার রওজাতুল উলুম মাদরাসা ও এতিমখানা থেকে নিখোঁজ হয় সিয়াম। পরে মাদরাসা থেকে সিয়ামের পরিবারকে নিখোঁজের বিষয়টি জানানো হয়।

গত ২৮ সেপ্টেম্বর একটি মোবাইল নাম্বার থেকে সিয়ামকে পাওয়া গেছে বলে জানানো হয় এবং সিয়ামকে তার বাবা আলফাজ মিয়ার সঙ্গে কথা বলানো হয়। পরে সিয়ামকে পেতে ৫ হাজার টাকা বিকাশ নাম্বারে পাঠানোর জন্য বলে প্রতারক চক্র। সিয়ামের বাবা আলফাজ মিয়া ছেলের কথা চিন্তা করে বিকাশে ৩ হাজার টাকা পাঠান।

এরপর গত ২৯ সেপ্টেম্বর সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনে সিয়ামকে নিয়ে আসার কথা জানানো হয়। এক পর্যায়ে সিয়াম হারিয়ে গেছে জানিয়ে মোবাইল ফোন বন্ধ করে ফেলে প্রতারক চক্র। পরে আবার সিয়ামকে পাওয়া গেছে বলে মোবাইলফোনে জানিয়ে ভৈরব রেলস্টেশনে যেতে বলে তারা।

সিয়ামকে আনার জন্য গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব রেলস্টেশনে অবস্থান করেও মোবাইলফোন বন্ধ করে রাখায় আর যোগাযোগ করতে পারেনি সিয়ামের পরিবার। পরে ছেলেকে (সিয়াম) না পেয়ে খালি হাতে ফেরত আসেন পরিবারের লোকজন।

এদিকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মাদরাসার পক্ষ থেকে পরিচালক হাফেজ মো. রিয়াজ উদ্দিন সিয়ামের নিখোঁজের বিষয়টি উল্লেখ করে হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এছাড়াও নিখোঁজ সিয়ামের বাবা আলফাজ মিয়া ঘটনার বিষয়টি উল্লেখ করে ছেলেকে উদ্ধার করতে শুক্রবার (০১ অক্টোবর) কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পে জানিয়েছেন।

নিখোঁজ সিয়ামের বাবা আলফাজ মিয়া বাংলানিউজকে জানান, আমার ছেলে সিয়াম প্রতারক চক্রের হাতে পড়েছে। ছেলেকে ফেরত দিবে বলে বিকাশ নাম্বারে ৩ হাজার টাকা নিয়েছে। কিন্তু ছেলেকে ফেরত দেয়নি। ছেলেকে উদ্ধারের জন্য র‌্যাবের কাছে আবেদন করেছি।

এ প্রসঙ্গে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মাদরাসার পক্ষ থেকে সিয়ামের নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয়েছে। সিয়ামকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
আরকেআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।