ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

শনিবার (০২ অক্টোবর) উপজেলার ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই ) মো. নুরুজ্জামানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল থেকে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি আবুল কালাম (৩০) এবং তার দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম (২৮) ও জাহানারা বেগমকে (৩০) আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর রাতে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. ফরিদ খন্দকারের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনার পরদিন মো. ফরিদ বাদী হয়ে রাজাপুর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন।

শনিবার বিকেলে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদারের নেতৃত্বে রাজাপুর ও কাঁঠালিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি দল ওই মামলার সন্দেহভাজন আসামি আবুল কালামকে আটক করার উদ্দেশ্যে কৈখালী এলাকায় যায়। সেখানে আবুল কালামকে আটক করা হলে,তার বড় দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম, জাহানারা বেগমসহ স্থানীয় ৪০-৫০ ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় আসামি আবুল কালামকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন হামলাকারীরা। তবে ওই সময় রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার ও এএসআই নুরুজ্জামান আহত হন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কালামসহ তার দুই ভাবিকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে আটক দুই নারীসহ হামলাকারীদের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

আহত পুলিশ সদস্যদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।