ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

৩ বান্ধবী নিখোঁজ: আসামিদের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
৩ বান্ধবী নিখোঁজ: আসামিদের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী থেকে তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় চারজনকে আসামি করে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করবে পুলিশ।

রোববার (৩ অক্টোবর) সকালে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব খান।

শনিবার (২ অক্টোবর) রাতে নিখোঁজ দিলখুশ জান্নাত নিসার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলার আসামিরা হলেন মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮)। এছাড়া আরও অজ্ঞাত ৪ জন আসামি করা হয়েছে।

এসআই সজিব খান বলেন, আসামিদের দুপুরে আদালতে তোলা হবে। আদালতে তুলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে। আমরা এখনো ওই তিন শিক্ষার্থীর কোন সন্ধান পাইনি। তাদের খুঁজে আমাদের অভিযান চলমান রয়েছে। আশা করছি আসামিদের রিমান্ড পেলে তাদের জিজ্ঞাসাবাদে এ বিষয়ে আমরা কোন গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি।

নিখোঁজ তিন শিক্ষার্থীরা হলেন, কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা প্রত্যেকে এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে দিলখুশ জান্নাত নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট ,স্নেহা পল্লবী ডিগ্রী কলেজ ও কানিজ ফাতেমা দুয়ারি পাড়া কলেজের শিক্ষার্থী। তারা একে অপরের বান্ধবী বলেও জানা গেছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি -ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে ঐ তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

০১ অক্টোবর এ ঘটনায় কাজী দিলখুশ  জান্নাত নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, একটি মানবপাচারকারী চক্রের সদস্যরা ঐ তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে নিখোঁজ করেছে। বাসা থেকে বের হওয়ার সময় ঐ তিন শিক্ষার্থী নগদ টাকা ,স্বর্ণালঙ্কার ,স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে গেছে।

তিন বান্ধবী নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।