ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

খালে ২ ভাইয়ের জড়িয়ে ধরা মরদেহ, পাড়ে শার্ট-প্যান্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
খালে ২ ভাইয়ের জড়িয়ে ধরা মরদেহ, পাড়ে শার্ট-প্যান্ট

ময়মনসিংহ: খালের পানিতে দুই ভাইয়ের জড়িয়ে ধরা মরদেহ, আর খালের পাড়ে পড়েছিল তাদের শার্ট-প্যান্ট।

শনিবার (২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এভাবেই ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শশা লক্ষ্মীপুর জয় বাজার সংলগ্ন খালে দুই ভাইয়ের মরদেহ পাওয়া যায়।

মৃতরা হলো শশা লক্ষ্মীপুর গ্রামের মো. আল্লাল কামারের দুই ছেলে মো. সজীব মিয়া (৮) ও মো. সিদ্দিক মিয়া (৫)।  

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ‍্য নিশ্চিত করেন।  

তিনি জানান, শনিবার বিকেলে বাড়ির সবার অজান্তে দুই ভাই একসঙ্গে গোসল করতে বাড়ির পাশের খালের পানিতে নেমে ডুবে যায়। দীর্ঘ সময় তোদের না দেখে খুঁজতে শুরু করেন স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ৯টার দিকে খালের পাড়ে তাদের শার্ট-প‍্যান্ট পড়ে থাকতে দেখে পানিতে নামেন তারা। এসময় পানিতে একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় দুই ভাইয়ের মরদেহ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।