ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

চার মাসের বেতন বকেয়া

পল্টনে ওপেক্স-সিনহা গার্মেন্টস শ্রমিকদের অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
পল্টনে ওপেক্স-সিনহা গার্মেন্টস শ্রমিকদের অনশন

ঢাকা: দীর্ঘ ১৮ বছর ধরে কাজ করছি কারখানাটিতে। সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি।

তবে এখন আমরা যারা শ্রমিক আছি, তাদের অবস্থা খুবই করুণ।

গত চার মাস ধরে বেতন বন্ধ। ভীষণ কষ্টে দিনযাপন করছি। অবস্থা এমন যে, এলাকার মুদি ব্যবসায়ীরাও তাদের দোকানের সামনে লিফলেট টাঙিয়ে দিয়েছে 'ওপেক্স গ্রুপ-সিনহা গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বাকি দেওয়া বন্ধ!’

রোববার (৩ অক্টোবর) সকালে রাজধানীর পুরানা পল্টনে শ্রম ভবনের সামনে বাংলানিউজকে এসব কথা বলছিলেন কারকানাটির শ্রমিক মো. লিটন খান।

চার মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে শ্ৰম ভবনের সামনে সিনহা গার্মেন্টসের সাড়ে ১২ হাজার শ্রমিক আমরণ অনশন কর্মসূচি পালন করেন।

কারখানাটির সুইং বিভাগের শ্রমিক মো. আবুল কালাম বলেন, গত চার মাস ধরে আমাদের বেতন বন্ধ। একাধিকবার বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তারা শুধু তারিখ দেয়, কিন্তু সেই তারিখে বেতন হয় না। তারিখের পর তারিখ আসে, কিন্তু কোনো সুরাহা হয় না, বরং আমরা আরও কঠিন সময়ের মধ্যে পড়েছি।

কর্মসূচিতে অংশ নেয়া প্রতিষ্ঠানটির কর্মীরা জানান, বিষয়টি এমন না যে কারাখানা লোকসানে চলছে বা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মালিকপক্ষ অনেকটা ইচ্ছাকৃতভাবেই এই বেতন বকেয়া রেখেছে। এ অবস্থায় তারা বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এইচএমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।