কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় উপজেলায় বাস খালে পড়ে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।
রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লাইজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বাংলানিউজকে জানান, সকালে বরুড়া থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুমিল্লা দিকে যাচ্ছিল। পথে লাইজলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খালে উল্টে পড়ে যায়। এতে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসআরএস