দিনাজপুর: দিনাজপুরের সদর উপজেলায় বজ্রপাতে তমু রায় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে ফাজিলপুর ইউনিয়নের পূর্ব পারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
তমু ওই এলাকার হেমন্ত রায়ের ছেলে। বজ্রপাতের ঘটনায় হেমন্ত রায় গুরুতর আহত অবস্থায় এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, তমু রায় ফ্রিল্যান্সিং এর কাজ করতো। সকালে পরিচ্ছন্ন হতে টিউবয়েলে যায় তিনি। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এদিকে তার বাবা পাশের গরুর ঘরে গরুকে দেখভাল করছিলো। বজ্রপাতে ঘটনা ঘটলে তার বাবা সেই ঘরে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিসৎক তমু রায়কে মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হবিবর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
এনএইচআর