ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের সদর উপজেলায় বজ্রপাতে তমু রায় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে ফাজিলপুর ইউনিয়নের পূর্ব পারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

তমু ওই এলাকার হেমন্ত রায়ের ছেলে। বজ্রপাতের ঘটনায় হেমন্ত রায় গুরুতর আহত অবস্থায় এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, তমু রায় ফ্রিল্যান্সিং এর কাজ করতো। সকালে পরিচ্ছন্ন হতে টিউবয়েলে যায় তিনি। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এদিকে তার বাবা পাশের গরুর ঘরে গরুকে দেখভাল করছিলো। বজ্রপাতে ঘটনা ঘটলে তার বাবা সেই ঘরে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিসৎক তমু রায়কে মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হবিবর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।