কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় জামিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের পানাতিপাড়া টোলোর মোড় এলাকায় নানাবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামিয়া একই জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের জোবাইদুল ইসলামের মেয়ে। সে চিলমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
শনিবার (২ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। জামিয়া পানাতিপাড়া টোলোর মোড় এলাকায় নানা আমজাদ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতো।
জানা গেছে, নানাবাড়িতে শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে জামিয়া শুয়ে পড়ে। দিনগত রাতের দিকে শব্দ শুনে স্বজনরা ঘরে গেলে জামিয়াকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পেয়ে থানায় খবরে দেন। রোববার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীর জামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন দেখে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এফইএস/এসআরএস