বাগেরহাট: বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন আব্দুল কাদের (৩৩) নামে এক ইজিবাইক চালক। তবে শেষ রক্ষা হয়নি তার।
রোববার (০৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মুছাব্বেরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। পুলিশ দুপুরেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে।
দণ্ড পাওয়া আব্দুল কাদের বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের হেকমত শেখের ছেলে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ইজিবাইক চালক আব্দুল কাদের স্কুলে আসা যাওয়ার পথে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন। তিনি সবার সামনে অপরাধ স্বীকার করেছেন। তাকে দণ্ডবিধির ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাগেরহাট অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার বলেন, আব্দুল কাদের বেশ কিছুদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি জানিয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের সহায়তা নেয় ওই শিক্ষার্থী। এর আগে আব্দুল কাদেরের পরিবারকে বিষয়টি জানালেও কোনো সুরাহা হয়নি। তবে এ ঘটনায় ওই শিক্ষার্থী যে সাহসী ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। উত্ত্যক্তকারীদের জন্য এটা সতর্ক সংকেত।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০২১
এনএসআর