ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় নৌকাডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
পদ্মায় নৌকাডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকাডুবির ঘটনায় বৃষ্টি (৯) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।  

উদ্ধারকৃত মরদেহটি উপজেলার পাঁকার দশরশিয়া এলাকার হারুন আলীর মেয়ের।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।

সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গার বাখেরআলী এলাকার পদ্মা নদীর একটি ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুরের চরপাকা এলাকার লক্ষ্মীপুর নামক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৮ জনকে জীবিত উদ্ধার এবং পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।