ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের শর্ত মেনে জবরদস্তি শ্রম সম্পর্কিত আইএলও কনভেনশনের প্রটোকল ২৯ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘জবরদস্তি শ্রম সম্পর্কিত আইএলও কনভেনশন, ১৯৩০’ এর প্রটোকল ২৯ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
আইএলও ১৯৩০ সালে জবরদস্তি শ্রম নিয়ে একটি কনভেনশন করে ২০১৪ সালে জরবরদস্তি শ্রম নিয়ে একটি প্রটোকল করে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়ে আসা হয়েছে। জাতির পিতার উদ্যোগে ২৬ জুন ১৯৭২ সালে আমরা এই শ্রম কনভেনশন সমর্থন করি, এজন্য আইএলও ৫২ সদস্য রাষ্ট্র প্রটোকল ২৯ প্রটোকল সমর্থন করেছে, আমাদের সংবিধানের ৩৪ নম্বর অনুচ্ছেদেও এটি রয়েছে। যেহেতু আমরা ১৯৭২ সালে কনভেনশন স্বাক্ষর করেছি তাই আমাদের প্রটোকলে স্বাক্ষর করতে হবে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি শর্ত ছিল তোমাদের যে আমরা জিএসপি দিচ্ছি সে অনুযায়ী তোমাদের আইএলও কনভেনশন মেনে চলতে হবে। প্রটোকল মানে হলো সংশোধনী, এটি নিয়ে এসেছে তাই করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এমআইএইচ/এসআইএস