বরগুনা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় সময় বরগুনায় ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও তালতলী নৌপুলিশ।
সোমবার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে তালতলী উপজেলাধীন বঙ্গোপসাগরের নিশানবাড়িয়া-সোনাকাটা মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় তাদের আটক করা হয়।
আটক হওয়া ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে তালতলী উপজেলা প্রশাসন। তাদের কাছে থাকা ১৬ হাজার মিটার জাল, তিনটি ফিশিং বোট ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জালগুলো সকালে নষ্ট করে ফেলা হয় এবং জব্দ করা ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওসার হোসেন বলেন, নিষেধাজ্ঞার প্রথম দিনে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ মিলে অভিযান চালিয়েছে। উপজেলার নিশানবাড়িয়া-সোনাকাটায় বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরা অবস্থায় ১৪ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। তাদের সঙ্গে থাকা ফিশিং বোট, জাল, ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, ইলিশ প্রজননের প্রধান মৌসুমে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের মতো এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরায় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরএ