খুলনা: পরিকল্পিত নগরায়নে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) মধ্যে সমন্বয় প্রয়োজন। কেডিএ কী কী প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে তা কেসিসিকে জানাতে হবে।
বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এসব কথা বলেন।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে কেডিএ’র মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলাম।
সভাপতির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান বলেন, এ মুহূর্তে কেডিএ ৬/৭টি প্রজেক্ট নিয়ে কাজ করছে। আরও ১৭-১৮টি পাইপ লাইনে রয়েছে। এর অনেকগুলোই আপনাদের কল্পনা প্রসূত। যারা অবৈধভাবে আবাসন করছে তাদের আমরা উচ্ছেদ করছি। সর্বস্তরের মানুষকে আমাদের সহযোগিতা করার আহ্বান করছি। এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে আইন মানতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেডিএ’র উপ-সচিব মো. ছাদেকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল করিম।
সেমিনারে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক ড. সিরাজুল হাকিম ও সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার ও কেডিএ’র সার্বক্ষণিক সদস্য অধ্যাপক রুনু রেজা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এমআরএম/আরবি