ভোলা: ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা হরিণ শাবকটিকে বনে অবমুক্ত করেছে বনবিভাগ।
সোমবার (৪ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলার বাসান ভাঙ্গার চরের গভীর বনে শাবকটিকে অবমুক্ত করা হয়।
এর আগে, রোববার (৩ অক্টোবর) বোরহানউদ্দিন উপজেলার হাসনানগর ইউনিয়নে ভাসমান অবস্থায় স্থানীয়রা হরিণটিকে উদ্ধার করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন বাংলানিউজকে বলেন, স্থানীয়রা নদী থেকে হরিণটি উদ্ধার করার পর পুলিশ স্থানীয়দের কাছ থেকে হরিণটি নিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করে। হরিণ শাবকটির বয়স দুই মাস। প্রাথমিক চিকিৎসা দিয়ে শাবকটিকে বনে অবমুক্ত করা হয়েছে।
হরিণটিকে বনে অবমুক্ত করার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন ভোলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
জেডএ