ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে টানা বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
সৈয়দপুরে টানা বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল  নিম্নাঞ্চল প্লাবিত

নীলফামারী: টানা দুদিনের বৃষ্টিতে নীলফামারীর সৈয়দপুরে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। রোববার (৩ অক্টোবর) সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টিপাত শুরু হয়ে সোমবার (৪ অক্টোবর) দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।

ফলে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

স্থানীয় আবহাওয়া অফিস ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টির কারণে নিম্ন শ্রেণীর মানুষ কাজে বের হতে পারেনি। তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে কাকভেজা হয়ে বাইরে বের হলেও পাননি কাজ। কেননা বাইরে যান চলাচল ছিল না বললেই চলে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, সৈয়দপুরে টানা বৃষ্টি হয়ে নিচু অঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে।  

সরেজমিনে দেখা যায়- বৃষ্টির কারণে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর ইউনিয়নসহ শহরের নতুন বাবুপাড়া, বাঁশবাড়ি, মুন্সিপাড়া, মিস্ত্রিপাড়া, হাতিখানা এলাকার নিম্নাঞ্চল কমপক্ষে এক হাঁটু পানির নিচে তলিয়ে রয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনেএ তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টিপাতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।