ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বনদেখালী গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আকাশ ওই উপজেলার চরবাখরবা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, আকাশ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাগুরা যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
জেডএ