ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরের জনতা হাউজিং থেকে গৃহকর্মীসহ দুই কিশোরী নিখোঁজ হয়েছে।
তারা হলো- স্কুলছাত্রী রোদেশী বিশ্বাস (১৪) ও গৃহকর্মী মেরিলা (১৩)।
পুলিশ জানায়, রোববার (৩ অক্টোবর) মিরপুর-১ নম্বরের জনতা হাউজিং এলাকায় বিকেল ৪টার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান।
তিনি জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে রোদেশীর পরিবার। রোদেশী একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো মেরিলা।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এমএমআই/এমএমজেড