ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুর থেকে ২ কিশোরী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
মিরপুর থেকে ২ কিশোরী নিখোঁজ

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরের জনতা হাউজিং থেকে গৃহকর্মীসহ দুই কিশোরী নিখোঁজ হয়েছে।

তারা হলো- স্কুলছাত্রী রোদেশী বিশ্বাস (১৪) ও গৃহকর্মী মেরিলা (১৩)।

 

পুলিশ জানায়, রোববার (৩ অক্টোবর) মিরপুর-১ নম্বরের জনতা হাউজিং এলাকায় বিকেল ৪টার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন  মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান।

তিনি জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে রোদেশীর পরিবার। রোদেশী একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো মেরিলা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১

এমএমআই/এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।