ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে তার প্রেমিক ইসমাইল হোসেন বাবুলকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।  

ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সাগরিয়া বাজার থেকে বাবুলকে আটক করা হয়। পরে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে বাবুলকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।  

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন বাবুল বুড়িরচর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল প্রেমের সম্পর্কের সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছরে একাধিকবার ওই মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু অনেকদিন হলেও তিনি মেয়েটিকে বিয়ে করেননি। সর্বশেষ গত শনিবার রাতে বাবুল ওই ছাত্রীর বাড়িতে এসে আবার মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গেলে মেয়েটি বাধা দেয়। কিন্তু তারপরও বাবুল মেয়েটিকে ধর্ষণ করেন।  এসময় মেয়েটির চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে পালিয়ে যান বাবুল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ছাত্রীর বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। পরে মেয়েটির মা মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।