ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে শতবর্ষী বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
গফরগাঁওয়ে শতবর্ষী বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে মোছা. আছিয়া খাতুন (১১০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আছিয়া খাতুন ওই গ্রামের পাতাপাড়ার মরহুম সমর আলীর স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার দাম্পত্য জীবনে দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। স্বামী মারা যাবার পর আছিয়া খাতুন দুই ছেলের সংসারেই বসবাস করছিলেন।  

চরআলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী ইউপি সদস্য আয়মুনা আক্তার জানান, আছিয়া খাতুন বার্ধক্যজনিত কারণে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি এর আগে দু’বার আত্মহত্যার চেষ্টা করেছেন।  

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।